ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিশুশ্রম নির্মূলে সিআরএসএস ও প্রশাসনের পরিকল্পনা সভা, অংশ নেন সাংবাদিকরাও

নুরল ইসলাম আসাদ (জ্যেষ্ঠো প্রতিবেদক)
  • প্রকাশের সময়: ০৪:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৬০ জন পড়েছে

শিশুশ্রম নির্মূলে সিআরএসএস ও প্রশাসনের পরিকল্পনা সভা

উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হলো “শিশুশ্রম নিরসনে মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা”। সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (CRSS)-এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশউজিরপুর এপি’র সহযোগিতায় আয়োজিত এই সভাটি শুরু হয় দুপুর ১টায়। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। তিনি বলেন, “শিশুশ্রম একটি জাতীয় সমস্যা এবং এটি নিরসনে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন দিয়ে নয়, সামাজিক সচেতনতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেই শিশুশ্রম নির্মূল করা সম্ভব।” তিনি আরও জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম চিহ্নিত করে কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস। তিনি বলেন, “শিশুরা যেন কৃষিশ্রমে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। কৃষক পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প আয় বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব দিতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর এপি’র ম্যানেজার সিলভিয়া ডেইজি, CRSS-এর অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার অসিত দাস, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, সিডিও জেমস সানী বৈরাগী, পৌরসভার সিডিও এ্যানিমিতা, বিভিন্ন এনজিও সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, যাঁরা সকলেই সভায় সক্রিয়ভাবে মতামত প্রদান করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়, যা ভবিষ্যতে উজিরপুর উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশুশ্রম নির্মূলে সিআরএসএস ও প্রশাসনের পরিকল্পনা সভা, অংশ নেন সাংবাদিকরাও

প্রকাশের সময়: ০৪:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হলো “শিশুশ্রম নিরসনে মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা”। সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (CRSS)-এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশউজিরপুর এপি’র সহযোগিতায় আয়োজিত এই সভাটি শুরু হয় দুপুর ১টায়। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। তিনি বলেন, “শিশুশ্রম একটি জাতীয় সমস্যা এবং এটি নিরসনে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন দিয়ে নয়, সামাজিক সচেতনতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেই শিশুশ্রম নির্মূল করা সম্ভব।” তিনি আরও জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম চিহ্নিত করে কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস। তিনি বলেন, “শিশুরা যেন কৃষিশ্রমে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। কৃষক পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প আয় বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব দিতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর এপি’র ম্যানেজার সিলভিয়া ডেইজি, CRSS-এর অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার অসিত দাস, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, সিডিও জেমস সানী বৈরাগী, পৌরসভার সিডিও এ্যানিমিতা, বিভিন্ন এনজিও সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, যাঁরা সকলেই সভায় সক্রিয়ভাবে মতামত প্রদান করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়, যা ভবিষ্যতে উজিরপুর উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।