বরিশালের উজিরপুর উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ প্রতিপাদ্যে দ্বিতীয় পর্বের ভার্চুয়াল শপথগ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুদের মর্যাদা রক্ষা, সাম্য ও মানবিক মূল্যবোধ নিয়ে শপথ পাঠ করানো হয়। এতে গ্রামের ঘরে ঘরে নারী ও শিশু নির্যাতন বন্ধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মাইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপজেলা পরিসংখ্যানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূর হোসেন এবং উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শপথগ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। এই আয়োজনটি উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী-শিশু সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।