উজিরপুরে বৃদ্ধা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার; এলাকাজুড়ে আতঙ্ক

- প্রকাশের সময়: ০৫:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৬২ জন পড়েছে
বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ৬৩ বছর বয়সী এক বিধবা নারী, আলেয়া বেগম, নিজ বাড়ির একটি কক্ষে বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশী আফসানা বেগম ১৯ মে সকালে তার খোঁজ নিতে গিয়ে প্রথমে মরদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
নিহত আলেয়া বেগম ছিলেন মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। স্বামী মৃত্যুর পর দীর্ঘদিন ধরেই তিনি একা বসবাস করছিলেন। স্থানীয়রা জানান, সর্বশেষ ১৭ মে তাঁকে জীবিত দেখা যায়। এর ঠিক দুই দিন পর, ১৯ মে সকালে তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই উজিরপুর-বানারীপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ একরামুল আহাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম এবং ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
উজিরপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস সালাম জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বৃদ্ধা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কে, কেন এবং কীভাবে এই ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”
এদিকে, স্থানীয়দের দাবি-একজন একাকী বৃদ্ধা নারীর সঙ্গে এমন বর্বরতা সমাজের মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করছে। তাঁরা দ্রুত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পুলিশ বলছে, তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং সম্ভাব্য ক্লু বিশ্লেষণ করছে। তবে নাগরিক সমাজের আশঙ্কা, যেন এই মামলাও অন্য অনেক ঘটনার মতো ধামাচাপা পড়ে না যায়।
একজন নারী, যিনি একাকী ও অসহায়ভাবে জীবন কাটাচ্ছিলেন, তাঁকে এভাবে পৈশাচিক কায়দায় হত্যা করার দায় সমাজকেই নিতে হবে। যদি অপরাধীরা শাস্তির মুখ না দেখে, তাহলে এমন ঘটনা ভবিষ্যতে আরও সাহস পাবে।