শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যবান প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

- প্রকাশের সময়: ০৩:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৪৪ জন পড়েছে
উজিরপুর এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথ উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা-২০২৫ এসময় এলাকার শিশুদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করেন, যেখানে শিশুর শারীরিক বৃদ্ধি, পরিচ্ছন্নতা এবং মায়ের খাদ্য ও পরিচর্যা সংক্রান্ত জ্ঞান যাচাই করা হয়।
প্রতিযোগিতাটি তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়-ক্যাটাগরী-১: ০-৬ মাস, ক্যাটাগরী-২: ৬-১২ মাস, এবং ক্যাটাগরী-৩: ১২+ মাস থেকে ২৪ মাস। প্রতিটি কমিউনিটি ফেসিলিটেটর তার এলাকার শিশুদের মধ্য থেকে নির্ধারিত সংখ্যা অনুযায়ী নির্বাচিত শিশুদের নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করান। উপজেলার এবং পিএফএ পর্যায়ে নির্বাচিত শিশুদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থানধারী ৩ জনকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দুলালী মালাকর, বিডিএস সভাপতি আব্দুস সালাম আকন এবং বিডিএস সাধারণ সম্পাদক তপন মিত্র। বিচার প্রক্রিয়ায় শিশুর ওজন ও উচ্চতা, পরিচ্ছন্নতা এবং মায়ের শিশু পরিচর্যা সংক্রান্ত জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়।
আজকের অনুষ্ঠানের সভাপতি ছিলেন আব্দুস সালাম আকন-সভাপতি, বিডিএস, এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জেমস সানি বৈরাগী-কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও), সিআরএসএস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও আহসান সুমন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুর সঙ্গে তাদের মা বা পরিচর্যাকারী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের জন্য সান্তনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, যাতে শিশুদের মধ্যে স্বাস্থ্যবান জীবনধারার প্রেরণা বৃদ্ধি পায়।
উজিরপুর এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের স্বাস্থ্যবান এবং পুষ্টিকর জীবনধারা নিশ্চিত করা, যাতে তারা সুস্থভাবে বেড়ে ওঠে এবং ভবিষ্যতে শক্তিশালী ও সুস্থ সমাজের অংশ হতে পারে।