ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালার সমাপনী দিন অনুষ্ঠিত

নুরল ইসলাম আসাদ (জ্যেষ্ঠো প্রতিবেদক)
  • প্রকাশের সময়: ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৪৯ জন পড়েছে

উজিরপুরে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালার সমাপনী দিন অনুষ্ঠিত

উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে দুইদিনব্যাপী শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ২০২৫-এর দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রম আজ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিআরএসএস এবং উজিরপুর এপি-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় শিশুদের সার্বিক উন্নয়নে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণকারীরা দ্বিতীয় দিনেও গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি পরিচালনা করেন উজিরপুর এপি-এর এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি।
প্রধান আলোচনায় উঠে আসে শিশু পুষ্টির ঘাটতি, শিক্ষার মান হ্রাস, বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিশু অধিকার লঙ্ঘনের মতো গুরুতর সমস্যা। কর্মশালায় দলীয় পর্যবেক্ষণ, পরিসংখ্যান ও আলোচনা ভিত্তিতে পাঁচটি প্রধান সমস্যা নির্ধারণ করা হয়।

সকল ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এসব সমস্যার সমাধানে স্থানীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, এ কর্মশালার অভিজ্ঞতা ও সুপারিশসমূহ আগামী দিনে একটি সমন্বিত শিশু উন্নয়ন পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করবে। স্থানীয় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করলে একটি শিশুবান্ধব উজিরপুর গড়ে তোলা সম্ভব বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সিআরএসএস-এর পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, সিনিয়র ম্যানেজার বরিশাল এসিও-ওয়ার্ল্ড ভিশন আশীষ হালদার, এম অ্যান্ড ই স্পেশালিস্ট সিনথিয়া তন্বী, সিডিও আহসান সুমন ও এ্যানিমিতা, শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, সাতলা ইউনিয়নের হিসাব রক্ষক ও কম্পিউটার অপারেটর শঙ্কর রায়, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কাওসার হোসেন, নুরুল ইসলাম আসাদ, খলিলুর রহমান, রফিকুল ইসলাম এবং উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুরে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালার সমাপনী দিন অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে দুইদিনব্যাপী শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ২০২৫-এর দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রম আজ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিআরএসএস এবং উজিরপুর এপি-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় শিশুদের সার্বিক উন্নয়নে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণকারীরা দ্বিতীয় দিনেও গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি পরিচালনা করেন উজিরপুর এপি-এর এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি।
প্রধান আলোচনায় উঠে আসে শিশু পুষ্টির ঘাটতি, শিক্ষার মান হ্রাস, বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিশু অধিকার লঙ্ঘনের মতো গুরুতর সমস্যা। কর্মশালায় দলীয় পর্যবেক্ষণ, পরিসংখ্যান ও আলোচনা ভিত্তিতে পাঁচটি প্রধান সমস্যা নির্ধারণ করা হয়।

সকল ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এসব সমস্যার সমাধানে স্থানীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, এ কর্মশালার অভিজ্ঞতা ও সুপারিশসমূহ আগামী দিনে একটি সমন্বিত শিশু উন্নয়ন পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করবে। স্থানীয় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করলে একটি শিশুবান্ধব উজিরপুর গড়ে তোলা সম্ভব বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সিআরএসএস-এর পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, সিনিয়র ম্যানেজার বরিশাল এসিও-ওয়ার্ল্ড ভিশন আশীষ হালদার, এম অ্যান্ড ই স্পেশালিস্ট সিনথিয়া তন্বী, সিডিও আহসান সুমন ও এ্যানিমিতা, শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, সাতলা ইউনিয়নের হিসাব রক্ষক ও কম্পিউটার অপারেটর শঙ্কর রায়, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কাওসার হোসেন, নুরুল ইসলাম আসাদ, খলিলুর রহমান, রফিকুল ইসলাম এবং উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।