সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় হতদরিদ্র-অপুষ্ট শিশু পরিবারে আর্থিক সহায়তা প্রদান

- প্রকাশের সময়: ০৯:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৫০ জন পড়েছে
সিআরএসএস-এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ১২৬টি হতদরিদ্র ও অপুষ্ট শিশু পরিবারকে আয়বর্ধক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সাতলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতলা ইউনিয়ন পরিষদের সচিব খোকন বিশ্বাস।
অনুষ্ঠানটির সুষ্ঠু সঞ্চালনা করেন সিআরএসএস-এর মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিস্ট সিনথিয়া তন্বী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালক সিনথিয়া তন্বী বলেন, “এই আর্থিক সহায়তা শুধু অর্থ নয়, এটি এক নতুন আশার সঞ্চার। আমরা বিশ্বাস করি, এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে তাদের শিশুদের পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করতে পারবে।”
খোকন বিশ্বাস তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “এই কর্মসূচি হতদরিদ্র ও অপুষ্ট শিশুদের জন্য অত্যন্ত জরুরি। এর মাধ্যমে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাত্রার উন্নয়ন সম্ভব হবে। আমি অংশগ্রহণকারীদের টাকার যথাযথ ব্যবহার এবং শিশুদের উন্নয়নের জন্য নিবেদিত থাকার আহ্বান জানাই।”
এসময় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মোট ১২৬টি পরিবারকে পরিবারপ্রতি ৩০৬০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থের মাধ্যমে পরিবারগুলো ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগি পালন, সবজি চাষ ও অন্যান্য আয়বর্ধক কার্যক্রম শুরু করতে পারবে, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী পরিবারগুলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিআরএসএস-এর সঙ্গে ৯টি শর্তে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। অঙ্গীকারনামায় তারা বাল্যবিবাহ ও শিশুশ্রম থেকে বিরত থাকার, শিশুদের যথাযথ পুষ্টি নিশ্চিত করার, পরিবেশ রক্ষায় গাছ রোপণের এবং প্রাপ্ত অর্থ সঠিক ব্যবহারের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তথ্য প্রদান ও পরিদর্শনে সহযোগিতার বিষয়টিও অঙ্গীকারের অন্তর্ভুক্ত ছিল।
সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ স্থানীয় শিশুদের সুস্থতা, শিক্ষা ও সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি এ ধরণের সহায়তা সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের জীবনমান উন্নত করবে।