উজিরপুরের হারতায় চাঁদাবাজদের বিরুদ্ধে থ্রি-হুইলার শ্রমিক দলের প্রতিবাদ সভা

- প্রকাশের সময়: ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১১০ জন পড়েছে
উজিরপুর প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজারে থ্রি-হুইলার চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ দিন) বিকেলে হারতা বাজারের অটো-আলফা স্ট্যান্ডে এ সভার আয়োজন করে হারতা ইউনিয়ন থ্রি-হুইলার শ্রমিক দল।
সভায় সভাপতিত্ব করেন হারতা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. বাবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এ.কে.এম আতিকুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মো. খোকন ডাকুয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিগত স্বৈরাচার সরকার ও তার দোসররা শ্রমিকদের কষ্টার্জিত অর্থ জোরপূর্বক হাতিয়ে নিত। আজও তাদের অনুগামীরা একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাদের ঘামের টাকায় দেশ চলে। তাদের হয়রানি করে কোনো উন্নয়ন সম্ভব নয়। চাঁদাবাজদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি মো. খোকন ডাকুয়া বলেন, “আমরা কারো কাছে কোনো চাঁদা দেব না। শ্রমিকরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। কেউ চাঁদা চাইলে তার বিরুদ্ধে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন থ্রি-হুইলার শ্রমিক দলের সভাপতি মো. হান্নান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত গাজী, প্রচার সম্পাদক মো. জুয়েল হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল হোসেন, মো. ফোরকান হোসেন, মো. রাসেল ফকির, মো. সিরাজুল ইসলাম বাচ্চু, হারতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, শ্রমিক নেতা মো. মিলন, শিকারপুর ইউনিয়নের সদস্য মো. আল আমিন হাওলাদার, মো. রেফাজুল মৃধা, মো. হাসান, বামরাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুমন হাওলাদার, সদস্য মো. মেহেদী হাসান, মো. তুহিন হোসেন, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, শোলক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শাহাদাত গাজী, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল কবিরাজ এবং সহ-সম্পাদক মো. সবুজ হাওলাদার।
সভায় বক্তারা আরও বলেন, চাঁদাবাজি বন্ধে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের হক আদায়ে কোনো ধরনের ভয় না পেয়ে সোচ্চার হতে হবে। একত্রিতভাবে আন্দোলনই পারে এই অন্যায় বন্ধ করতে।