উজিরপুরে সি.সি. রাস্তার কাজের উদ্বোধন করলেন এসি ল্যান্ড ও পৌর প্রশাসক মাঈনুল ইসলাম খান

- প্রকাশের সময়: ০৮:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৯০ জন পড়েছে
বরিশালের উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মাঈনুল ইসলাম খান। ১৪ মে ২০২৫, বুধবার বিকেল ৫টায় রসুলাবাদ জামে মসজিদের সম্মুখ থেকে সুমন মৃধার বাড়ি পর্যন্ত প্রায় ৭২০ ফুট দৈর্ঘ্যের সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উপজেলা শ্রমিক দলের নেতা সোলায়মান খান হাইয়ুম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিঠু, যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ খান ও মোঃ কালাম ফরাজী, উপজেলা যুবদল নেতা ও উজিরপুর বন্দর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব এবং যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাইম শেখ, পৌর ছাত্রদলের সদস্য ও ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বরুন দাস, ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন সবুজ, উজিরপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিঠু, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হাওলাদার, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খসরুজ্জামান সরদার এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের মৃধা।
উক্ত সড়ক উন্নয়ন কাজটি এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। রাস্তা নির্মাণ কাজ শুরুর মাধ্যমে স্থানীয়দের যাতায়াত সহজতর হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী। উপস্থিত নেতৃবৃন্দও এ সময় জনগণের উন্নয়নমুখী কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।