ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ব্লাড ডোনেট ক্লাবের বৃক্ষরোপণ ও অফলাইন মিটআপ সফলভাবে সম্পন্ন

নুরল ইসলাম আসাদ (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশের সময়: ১০:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৮৮ জন পড়েছে

সবুজ বাংলাদেশের লক্ষ্য—উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

“রক্ত দিন, জীবন বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব (WBDC) আয়োজন করেছে একটি মহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসিক অফলাইন মিটআপ। গত ৯ মে, শুক্রবার বিকাল ৩টায় উজিরপুরে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—পরিবেশ রক্ষা, তরুণ সমাজকে মানবিক কাজে উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক মোঃ শাকিল খান, সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, গৌরনদী ব্লাড ডোনেট ক্লাবের প্রতিনিধি মোঃ ইমন হোসেন, মোঃ মিরাজ ইসলাম, মোঃ সৈয়দ আলিম, ও অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ শাকিল খান বলেন, “ঘুড়ি উড়ানোর বয়সে আমরা রক্তদানের মতো গুরত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছি। এই পথচলা দেশের জন্য।”

সাবেক সভাপতি ইসমাইল হোসেন কাইয়ুম রাড়ী বলেন, “যখন অন্যরা মোবাইল স্ক্রিনে ব্যস্ত, আমরা তখন মাঠে নেমেছি রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার লড়াইয়ে। আমাদের এই যুদ্ধ একার নয়, সবার জন্য।”

শহিদুল ইসলাম বলেন, “মাদকসেবনের ভয়াবহ পরিবেশে থেকেও আমরা সমাজ পরিবর্তনে কাজ করছি, সেটাই আমাদের গর্ব।”

আজিজুল ইসলাম জানান, “রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ—সকল সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।”

ইব্রাহিম খলিল যোগ করেন, “আমাদের কাজ শুধুই রক্তদান নয়; বাল্যবিবাহ রোধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

গৌরনদী ব্লাড ডোনেট ক্লাবের প্রতিনিধি ইমন হোসেন বলেন, “উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিটি উদ্যোগ প্রশংসনীয়। আমরা এ ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

এ সময় আহ্বায়ক মোঃ শাকিল খান দেশবাসীকে এই মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “আমরা চাই সমাজের প্রত্যেকটি মানুষ এ যুদ্ধে আমাদের পাশে থাকুক—সবুজ বাংলাদেশ ও রক্তের অভাব দূর করার যুদ্ধে।”

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুরে ব্লাড ডোনেট ক্লাবের বৃক্ষরোপণ ও অফলাইন মিটআপ সফলভাবে সম্পন্ন

প্রকাশের সময়: ১০:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

“রক্ত দিন, জীবন বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব (WBDC) আয়োজন করেছে একটি মহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসিক অফলাইন মিটআপ। গত ৯ মে, শুক্রবার বিকাল ৩টায় উজিরপুরে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—পরিবেশ রক্ষা, তরুণ সমাজকে মানবিক কাজে উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক মোঃ শাকিল খান, সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, গৌরনদী ব্লাড ডোনেট ক্লাবের প্রতিনিধি মোঃ ইমন হোসেন, মোঃ মিরাজ ইসলাম, মোঃ সৈয়দ আলিম, ও অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ শাকিল খান বলেন, “ঘুড়ি উড়ানোর বয়সে আমরা রক্তদানের মতো গুরত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছি। এই পথচলা দেশের জন্য।”

সাবেক সভাপতি ইসমাইল হোসেন কাইয়ুম রাড়ী বলেন, “যখন অন্যরা মোবাইল স্ক্রিনে ব্যস্ত, আমরা তখন মাঠে নেমেছি রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার লড়াইয়ে। আমাদের এই যুদ্ধ একার নয়, সবার জন্য।”

শহিদুল ইসলাম বলেন, “মাদকসেবনের ভয়াবহ পরিবেশে থেকেও আমরা সমাজ পরিবর্তনে কাজ করছি, সেটাই আমাদের গর্ব।”

আজিজুল ইসলাম জানান, “রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ—সকল সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।”

ইব্রাহিম খলিল যোগ করেন, “আমাদের কাজ শুধুই রক্তদান নয়; বাল্যবিবাহ রোধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

গৌরনদী ব্লাড ডোনেট ক্লাবের প্রতিনিধি ইমন হোসেন বলেন, “উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিটি উদ্যোগ প্রশংসনীয়। আমরা এ ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

এ সময় আহ্বায়ক মোঃ শাকিল খান দেশবাসীকে এই মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “আমরা চাই সমাজের প্রত্যেকটি মানুষ এ যুদ্ধে আমাদের পাশে থাকুক—সবুজ বাংলাদেশ ও রক্তের অভাব দূর করার যুদ্ধে।”