শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি: উজিরপুরে সরকারি আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা

- প্রকাশের সময়: ০৮:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১২২ জন পড়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু নিজেকে নয়, সমাজ ও জাতিকে আলোকিত করার হাতিয়ার। দেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হারুনুর রশিদ এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোঃ রিয়াদ আরাফাত। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন।
নিজ নিজ প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা হলেন-মারজান মেঘা (শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়), মোঃ ইমরানুল হক (মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসা), মোঃ ইমতিয়াজ হক (ধামুরা ডিগ্রি কলেজ) এবং রাজিয়া সুলতানা (সরকারি শেরে বাংলা কলেজ)। বক্তৃতায় তারা বলেন, এ পুরস্কার তাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবক প্রতিনিধিরাও। তাদের মধ্যে ছিলেন কালকিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম, শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং সরকারি শেরে বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আনিচুর রহমান। তারা বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দিবে, তাই এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও আত্মবিশ্বাস সৃষ্টি করবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী, বি এন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন প্রধান অতিথি ইউএনও মোঃ আলী সুজা।