মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি: উজিরপুর প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল

- প্রকাশের সময়: ০৩:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৫৩ জন পড়েছে
ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই (সোমবার) যোহরের নামাজের পর উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার সভাপতিত্বে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ খোকন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হক আযাহারী। দোয়া অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই দুর্ঘটনায় জাতি শোকাহত। একসঙ্গে এতগুলো তরুণ প্রাণের এই চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে। আল্লাহ যেন তাঁদের শহীদের মর্যাদা দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেন।”
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী একটি বিমান দুর্ঘটনায় পতিত হলে বেশ কিছু শিক্ষার্থী নিহত ও আহত হয়, যা সারা দেশে শোকের ছায়া ফেলেছে।