উজিরপুর পৌরসভায় আরসিসি রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করলেন ইউএনও ও পৌর প্রশাসক

- প্রকাশের সময়: ০৯:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৯৪ জন পড়েছে
বরিশালের উজিরপুর পৌরসভায় আরসিসি (রিজিড রিনফোর্সড কনক্রিট) রাস্তা নির্মাণের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১১টায় ৬নং ওয়ার্ডের বিমল কর্মকারের বাড়ি থেকে সহদেব দাসের বাড়ি পর্যন্ত প্রায় ৬৮৯ মিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মাঈনুল ইসলাম।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা যুবদল নেতা ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফাউল সরদার সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল সিকদার, ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ রাহাদ সিকদারসহ আরও অনেক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
একইদিনে পৌর এলাকার মাদার্শী গ্রামেও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। এসময় উপস্থিত অতিথিরা উন্নয়ন কার্যক্রমে সচ্ছতা, গুণগত মান এবং টেকসই অবকাঠামো নির্মাণ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের চলাচলে সহজতা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন পৌরবাসী। নতুন আরসিসি রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয়রা প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।