উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

- প্রকাশের সময়: ০৮:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২৯ জন পড়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (১ জুলাই) মাগরিবের নামাজের পরে উপজেলা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়।” তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে সবার জন্য দোয়া প্রার্থনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বামরাইল ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামের সাবেক আমীর হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মো. খোকন সরদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অনিক গাজী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আব্দুল খালেক মাস্টার।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।