ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কবি ছড়াকার গল্পকার আইনজীবী সুফিয়ান আহমদ চৌধুরীর বর্ণাঢ্য জীবনকথা

হাকিকুল ইসলাম খোকন, বিশেষ প্রতিনিধি-নিউইয়র্ক সিটি
  • প্রকাশের সময়: ১১:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৪ জন পড়েছে

কবি ছড়াকার গল্পকার আইনজীবী সুফিয়ান আহমদ চৌধুরী

সুফিয়ান আহমদ চৌধুরী – এক বহুমাত্রিক সাহিত্যস্রষ্টা ও সংগঠক, যিনি কবি, ছড়াকার, গল্পকার ও পেশায় আইনজীবী হিসেবে সমানভাবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর সাহিত্য-যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে, যখন তিনি ছড়া, কবিতা ও গল্প লিখতে শুরু করেন। বিশেষ করে প্রগতিশীল শিশু-কিশোর রচনায় তিনি নিজস্ব মানসের পরিস্ফুটন ঘটিয়ে এই ধারায় একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। পরবর্তী সময়ে শিশু-কিশোর সাহিত্যের নানা শাখায় তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন এবং সমান দক্ষতায় লিখে গেছেন।

তিনি দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী ও নিউজ পোর্টালে অবিরাম লিখে চলেছেন। তাঁর লেখায় প্রকাশ পায় দূরদর্শী চিন্তা-চেতনা, আদর্শ বাঙালির মন-মানসিকতা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা।

সুফিয়ান আহমদ চৌধুরী ১৯৬০ সালের ১৭ জুলাই সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) এবং মাতা মরহুমা আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। স্থায়ীভাবে তিনি সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ে বসবাস করতেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পরিবারসহ বসবাস করছেন। তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী নাজ এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে আছেন।

কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর অনবদ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে – নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, স্মৃতির ক্যানভাসে, কোলা ব্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই, ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়ুয়ার ভয়, পোড়াবাড়ি, টিকটিকি ঠিকঠিক, খাঁচার পাখির জীবন, নির্বাচিত ১০০ ছড়া, বৃষ্টিভেজা রাত, আমপাতা জামপাতা, ধাপুস ধুপুস, স্বর্ণালি দিনের ডায়েরি, আলোর পতাকা হাতে এবং স্বপ্নের ফেরিওয়ালা।

তিনি “জীবন মিছিল” সাহিত্য সাময়িকীর সম্পাদক। এ ছাড়া আইন দর্পণ, কিশোর দর্পণ ও বঙ্গবীর সাময়িকীও তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে। এম.সি কলেজ, সিলেটের ছাত্রাবস্থায় তিনি বার্ষিকী “পূর্বাশা”র সম্পাদক ছিলেন। বর্তমানে তাঁর সম্পাদনায় নিয়মিত বের হচ্ছে শিশু-কিশোর অনলাইন প্রকাশনা “ইলিক ঝিলিক”, ছড়াভিত্তিক অনলাইন প্রকাশনা “টাপুর টুপুর” এবং স্বদেশ ফোরাম-এর মুখপত্র “স্বদেশ কণ্ঠ”।

তাঁর নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান “দর্পণ প্রকাশ” থেকে বহু গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। সুফিয়ান আহমদ চৌধুরী একজন দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত। তিনি ছড়া পরিষদ, সিলেট; সিলেট সাহিত্য পরিষদ; এবং স্বদেশ ফোরাম, নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশের নানা সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি নিবিড়ভাবে জড়িত।

পেশাগত জীবনে তিনি আইনজীবী হিসেবেও সফল। ১৯৯৮ সালে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দুইবার বিপুল ভোটে কার্যকরী সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুফিয়ান আহমদ চৌধুরী একজন সাদা মনের মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত। তাঁর বর্ণাঢ্য জীবনযাত্রা ও সাহিত্য-সংগঠনের কর্মকাণ্ড তাঁকে দেশ-বিদেশে একজন প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কবি ছড়াকার গল্পকার আইনজীবী সুফিয়ান আহমদ চৌধুরীর বর্ণাঢ্য জীবনকথা

প্রকাশের সময়: ১১:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

সুফিয়ান আহমদ চৌধুরী – এক বহুমাত্রিক সাহিত্যস্রষ্টা ও সংগঠক, যিনি কবি, ছড়াকার, গল্পকার ও পেশায় আইনজীবী হিসেবে সমানভাবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর সাহিত্য-যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে, যখন তিনি ছড়া, কবিতা ও গল্প লিখতে শুরু করেন। বিশেষ করে প্রগতিশীল শিশু-কিশোর রচনায় তিনি নিজস্ব মানসের পরিস্ফুটন ঘটিয়ে এই ধারায় একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। পরবর্তী সময়ে শিশু-কিশোর সাহিত্যের নানা শাখায় তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন এবং সমান দক্ষতায় লিখে গেছেন।

তিনি দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী ও নিউজ পোর্টালে অবিরাম লিখে চলেছেন। তাঁর লেখায় প্রকাশ পায় দূরদর্শী চিন্তা-চেতনা, আদর্শ বাঙালির মন-মানসিকতা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা।

সুফিয়ান আহমদ চৌধুরী ১৯৬০ সালের ১৭ জুলাই সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) এবং মাতা মরহুমা আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। স্থায়ীভাবে তিনি সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ে বসবাস করতেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পরিবারসহ বসবাস করছেন। তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী নাজ এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে আছেন।

কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর অনবদ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে – নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, স্মৃতির ক্যানভাসে, কোলা ব্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই, ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়ুয়ার ভয়, পোড়াবাড়ি, টিকটিকি ঠিকঠিক, খাঁচার পাখির জীবন, নির্বাচিত ১০০ ছড়া, বৃষ্টিভেজা রাত, আমপাতা জামপাতা, ধাপুস ধুপুস, স্বর্ণালি দিনের ডায়েরি, আলোর পতাকা হাতে এবং স্বপ্নের ফেরিওয়ালা।

তিনি “জীবন মিছিল” সাহিত্য সাময়িকীর সম্পাদক। এ ছাড়া আইন দর্পণ, কিশোর দর্পণ ও বঙ্গবীর সাময়িকীও তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে। এম.সি কলেজ, সিলেটের ছাত্রাবস্থায় তিনি বার্ষিকী “পূর্বাশা”র সম্পাদক ছিলেন। বর্তমানে তাঁর সম্পাদনায় নিয়মিত বের হচ্ছে শিশু-কিশোর অনলাইন প্রকাশনা “ইলিক ঝিলিক”, ছড়াভিত্তিক অনলাইন প্রকাশনা “টাপুর টুপুর” এবং স্বদেশ ফোরাম-এর মুখপত্র “স্বদেশ কণ্ঠ”।

তাঁর নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান “দর্পণ প্রকাশ” থেকে বহু গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। সুফিয়ান আহমদ চৌধুরী একজন দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত। তিনি ছড়া পরিষদ, সিলেট; সিলেট সাহিত্য পরিষদ; এবং স্বদেশ ফোরাম, নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশের নানা সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি নিবিড়ভাবে জড়িত।

পেশাগত জীবনে তিনি আইনজীবী হিসেবেও সফল। ১৯৯৮ সালে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দুইবার বিপুল ভোটে কার্যকরী সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুফিয়ান আহমদ চৌধুরী একজন সাদা মনের মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত। তাঁর বর্ণাঢ্য জীবনযাত্রা ও সাহিত্য-সংগঠনের কর্মকাণ্ড তাঁকে দেশ-বিদেশে একজন প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।