শিক্ষানুরাগী নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাল সমকালীন বার্তা

- প্রকাশের সময়: ১০:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১১১ জন পড়েছে
আজ জন্মদিন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জনপ্রিয় রাজনীতিক, শিক্ষানুরাগী সমাজসেবক ও বিএনপির অভিভাবক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর।
সমকালীন বার্তা পরিবারের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম এই নেতা রাজনৈতিক ময়দানে পরিচিত ‘ক্লিন ইমেজের নেতা’ হিসেবে। তিনি রাজনীতিকে দেখেন জনগণের সেবা করার দায়িত্ব হিসেবে। দলীয় নেতাকর্মীদের তিনি সবসময় নির্দেশনা দিয়েছেন-মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে দূরে থেকে মানুষের পাশে থাকতে।
তাঁর জীবনের অন্যতম বড় পরিচয়-তিনি একজন শিক্ষানুরাগী। তিনি মনে করেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই নিজের টাকায় স্কুল-কলেজ নির্মাণ করেছেন, হাজার হাজার মানুষের লেখা-পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। অনেক দরিদ্র পরিবারকে অর্থনৈতিক সহায়তা দিয়েছেন, যেন তাদের সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।
এ ছাড়া তিনি মানুষের সুখ-দুঃখের সাথী। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা করা এবং মানবিক কাজে নিজেকে নিবেদিত রাখা – এগুলোই তাঁর জীবনের মূল লক্ষ্য।
বিশেষভাবে প্রশংসনীয় তাঁর গড়া SAS ফাউন্ডেশন। ২০ বছরের বেশি সময় ধরে নিজের অর্থে এই অলাভজনক প্রতিষ্ঠানটি চালিয়ে আসছেন। কোনো সরকারি বা বিদেশি সহায়তা ছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তায় অবিরাম কাজ করে চলেছেন।
সমকালীন বার্তা পরিবার মনে করে-এমন একজন মানবিক নেতা সমাজে পরিবর্তনের আলো জ্বালাতে পারে। জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।
সমকালীন বার্তা পরিবারের পক্ষ থেকে এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ হোক আগামীর পথচলা।