পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা: শিকারপুর ও পশ্চিম মুণ্ডপাশা এখন ‘স্মার্ট ইকো-ভিলেজ

- প্রকাশের সময়: ০৪:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৪৯ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলার ৮ নম্বর শিকারপুর ইউনিয়নের অন্তর্গত শিকারপুর ও পশ্চিম মুণ্ডপাশা গ্রামকে আনুষ্ঠানিকভাবে ‘পরিচ্ছন্ন-স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ তারিখে সকাল ১১টায় শিকারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ইগনিশন কমিটি ও পরিবেশবান্ধব গ্রাম উন্নয়ন কমিটি (শিকারপুর ও পশ্চিম মুণ্ডপাশা) এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিআরএসএস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। তিনি শিকারপুর ও পশ্চিম মুণ্ডপাশাকে ‘স্মার্ট ইকো-ভিলেজ’ হিসেবে ঘোষণা করেন এবং বলেন, “পরিবেশবান্ধব গ্রাম মানে শুধু পরিচ্ছন্নতা নয়, এটি একটি সচেতন জীবনযাত্রার প্রতিফলন। যেখানে মানুষ পরিবেশ, সমাজ ও অর্থনীতির টেকসই চর্চার মাধ্যমে বসবাস করে।” তিনি আরও বলেন, “এই দুটি গ্রাম আজ অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভবিষ্যতে উজিরপুরের আরও গ্রামকে এই মডেল অনুসরণ করে গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএসএস-এর পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ। তিনি বলেন, “এই ধরনের সচেতন ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই একটি টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়বে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরএসএস-এর সিডিও আহসান সুমন, যিনি গোটা কার্যক্রম সুসমন্বিতভাবে উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, সহকারী সমাজসেবা কর্মকর্তা এমএন জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উজিরপুর এপি’র ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং শিকারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রব মিঞা। তারা সবাই শিকারপুর ও পশ্চিম মুণ্ডপাশার এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরএসএস-এর অ্যাকাউন্টস ও অ্যাডমিন অফিসার অসিত দাস, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, সিডিও জেমস সানী বৈরাগী ও পৌরসভার সিডিও এ্যানিমিতা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ মুন্সী, শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত শিকদার এবং উজিরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ। পাঁচ শতাধিক নারী-পুরুষের সরব উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসময় অনুষ্ঠানে পরিবেশবান্ধব গ্রাম সংক্রান্ত সংজ্ঞা পাঠ করা হয়, যাতে বলা হয়: “পরিবেশবান্ধব গ্রাম হলো এমন একটি পরিকল্পিত ও সচেতন সম্প্রদায়ভিত্তিক বসতি, যেখানে মানুষ নবায়নযোগ্য জ্বালানি, দুর্যোগসহনশীল বাসস্থান, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করে।” এই ঘোষণার মধ্য দিয়ে দুটি গ্রাম একটি নতুন পরিচয়ে-পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও সচেতন গ্রাম হিসেবে পরিচিতি পেল।
আলোচনা শেষে অতিথিরা গ্রামে বাস্তবায়িত সচেতনতা কার্যক্রম, গাছ রোপণ, পরিচ্ছন্নতা উদ্যোগ, এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগের প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, এই মডেলকে ভিত্তি করে উজিরপুর উপজেলার অন্যান্য গ্রামেও ভবিষ্যতে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।