উজিরপুরে কৃষকদের মাঝে সেচ পাম্প ও ফিতা পাইপ বিতরণ

- প্রকাশের সময়: ০৫:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৯২ জন পড়েছে
বরিশালের উজিরপুরে শুস্ক মৌসুমে কৃষি সেচে সহায়তা দিতে কৃষকদের মাঝে উন্নতমানের সেচ পাম্প ও ফিতা পাইপ বিতরণ করা হয়েছে। ৩০ জুন সোমবার বিকেল ৪টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন তুহিন, জাকির হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ জামশেদুল আলম, মোসাঃ রোজিনা আক্তার, শাহরিয়ার সোহেল, শরিফ মোহাম্মদ রেজাউল হাসান, রাসেল হাওলাদার, ইসরাত জাহান কলি প্রমুখ।
এসময় অতিথিরা প্রতীকীভাবে নির্বাচিত কৃষকদের হাতে সেচ পাম্প ও ফিতা পাইপ তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস বলেন, “২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২ জন কৃষকের মাঝে আধুনিক উন্নতমানের ১২টি সেচ পাম্প বিতরণ করা হয়েছে। এই সেচ পাম্পগুলো শক্তিশালী এবং কম জ্বালানি খরচে বেশি পানি তুলতে সক্ষম।”
তিনি আরও বলেন, “শুস্ক মৌসুমে পানি সংকটে বিভিন্ন ফসলের সেচ দিতে না পারায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হন। এই সেচ যন্ত্র ও ফিতা পাইপ ব্যবহারে কৃষকরা সহজেই কম খরচে সেচ সুবিধা পাবেন। এতে উৎপাদন খরচ কমবে, শস্য উৎপাদন বাড়বে এবং কৃষক পরিবারের আয়ও বাড়বে।”
প্রধান অতিথি ইউএনও আলী সুজা বলেন, “সরকার কৃষকের কল্যাণে নানা প্রকল্প বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে। আজকের এই বিতরণ কর্মসূচি সরকারের কৃষিবান্ধব নীতিরই অংশ।”