সাতলায় স্বাধীন মৎস্য প্রকল্পে নিয়মিত পোনা মাছ অবমুক্ত চলছে

- প্রকাশের সময়: ০৫:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২৪৪ জন পড়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মুড়িবাড়ি এলাকার ‘পটিবাড়ি স্বাধীন মৎস্য প্রকল্প’-এ মাছ চাষ কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। বহু বছর পর জমির দখল ফিরে পেয়ে সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সরদার, কোষাধ্যক্ষ মোঃ সরোয়ার সরদার ও যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ রাহাত খন্দকারের উদ্যোগে এবং প্রকৃত মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই বৃহৎ মৎস্য প্রকল্প এখন সাতলার সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।
গত ১১ মে, রবিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে ২ (দুই) লাখ টাকার পোনা মাছ ছাড়া হয়। এরপর থেকে প্রতিনিয়তই ধাপে ধাপে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। ফলে ঘেরে এখন বিরাজ করছে প্রাণচাঞ্চল্য, আর প্রকল্পের সদস্যদের মাঝে দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা ও আশাবাদ।
জমির মালিকগণ বলেন “আমরা ঘেরের পানি ও পরিবেশ নিয়মিত দেখাশোনা করছি। এই উদ্যোগ আমাদের জীবিকার পথ তৈরি করেছে, আর আশেপাশের মানুষের জন্য এটি এখন একটি বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও ২০-২৫ লক্ষ টাকার মাছ ছাড়া হবে এবং এ প্রকল্পকে ঘিরে যেন কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র না করতে পারে, সেজন্য উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।”
প্রতিদিনের এই কার্যক্রমে প্রকল্প সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি স্থানীয় যুবকরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এলাকাবাসীর মতে, সাতলায় এত বড় পরিসরে সংগঠিতভাবে মৎস্য চাষ এর আগে দেখা যায়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন দখলে থাকা জমি পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের সম্মিলিত উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প এখন শুধু স্বাবলম্বিতার নয়, বরং বেকারত্ব হ্রাস, খাদ্য নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতির গতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।