সততা প্রকল্পে প্রতিদিনই মাছ ফেলা হচ্ছে, বাড়ছে উৎপাদন সম্ভাবনা

- প্রকাশের সময়: ১২:৪১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৬১ জন পড়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মুড়িবাড়ি এলাকার ‘উত্তর সাতলা সততা মৎস্য প্রকল্প’-এ মাছ চাষ কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। দীর্ঘদিন পর জমির দখল ফিরে পেয়ে ৮০০ জন প্রকৃত মালিক একত্রিত হয়ে যে বৃহৎ মৎস্য প্রকল্পের সূচনা করেছিলেন, সেই প্রকল্প এখন প্রতিদিনই নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে।
গত ৭ মে বুধবার আনুষ্ঠানিকভাবে ৩৫০ মণ মাছের পোনা ছাড়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় ১৫ মে পর্যন্ত প্রতিদিনই ঘেরটিতে পর্যায়ক্রমে ছোট ছোট মণ করে পোনা মাছ ছাড়া হচ্ছে। ফলে ঘেরটির মধ্যে এখন প্রাণচাঞ্চল্য বিরাজ করছে, আর প্রকল্পের সদস্যদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও আশাবাদ।
প্রকল্পের কোষাধ্যক্ষ মোঃ আইয়ুব নূর মিয়া জানান, “প্রথমদিন ৩৫০ মণ পোনা ছাড়ার পর আমরা প্রতিদিনই ছোট পরিসরে মাছ ফেলছি। এতে পোনাগুলোর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হচ্ছে এবং ফলনও ভালো পাওয়া যাবে বলে আশা করছি।”
প্রকল্প সভাপতি মোঃ মিন্টু মিয়া বলেন, “এখন আমরা নিয়মিতভাবে মাছ ফেলছি। ঘেরের পানি ও পরিবেশ সবকিছুই নজরে রাখছি। এই উদ্যোগ শুধু আমাদের জীবিকার পথ খুলে দিচ্ছে না, বরং এলাকাবাসীর জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।”
প্রতিদিনের এই কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্ট সদস্যগণসহ স্থানীয় যুব সমাজও। এলাকাবাসীর মতে, সাতলায় এর আগে এত বড় পরিসরে সংগঠিতভাবে মৎস্যচাষ হয়নি। এ প্রকল্প এখন সাতলার সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জমি দখলে থাকা একটি মহলের কাছ থেকে জমি পুনরুদ্ধার করে প্রকৃত মালিকরা একত্রিতভাবে এই মৎস্য প্রকল্প শুরু করেন। বর্তমানে এ প্রকল্পের মাধ্যমে শুধু স্বাবলম্বিতার পথেই নয়, বরং বেকারত্ব হ্রাস, খাদ্য নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতির চাকা সচল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।