রাজস্থলী ইউএনও’র নেতৃত্বে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময়: ০৭:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৪০ জন পড়েছে
বান্দরবানের রাজস্থলী উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, “মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে আমরা মাদকমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি।”
এ সময় উপস্থিত সকলে পুরো উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান এইচএসসি পরীক্ষা, মাদকের বিস্তার ও প্রতিরোধ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া এসব সমস্যা সমাধান ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।