সরকারি প্রকল্পে দুর্নীতি! কার্পেটিং রাস্তায় নিম্নমানের কাজ

- প্রকাশের সময়: ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৩২ জন পড়েছে
খুলনা জেলার পাইকগাছা থানার ১ নম্বর হরিঢালী ইউনিয়নের সোনাতনী কাটিতে কার্পেটিং রাস্তা নির্মাণে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বহু প্রতীক্ষার পর সরকারি পুকুর থেকে মীরপাড়া হয়ে নতুন বাজার পর্যন্ত যে কার্পেটিং রাস্তার কাজ শুরু হয়, সেটি শুরু থেকেই সিডিউল অনুযায়ী কাজ না করায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠানটি রাস্তার কাজে শুরু থেকেই নিম্নমানের ইট, খোয়া ও উপকরণ ব্যবহার করছে। রাস্তার প্রস্থ বৃদ্ধির প্রয়োজন থাকলেও তা করা হয়নি। সিডিউল অনুযায়ী কাজ না করায় ও বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার না মেলায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ চরমে পৌঁছেছে।
স্থানীয় একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমি নিজে রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার হতে দেখেই বাধা দিয়েছিলাম। কিছুদিন কাজ বন্ধ রাখার নাটক করে শেষ পর্যন্ত রাতে এসে ওই ইট দিয়েই রাস্তার কাজ করেছে তারা।”
এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার পাইকগাছা উপজেলা প্রকৌশলী অফিসে (LGED) অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন স্থানীয়রা। বরং অভিযোগ জানালে কাজ বন্ধ রেখে হুমকি বা চাপ প্রয়োগের চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “আমরা বারবার বলেছি, লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কেউ শুনছে না। তারা যেন সরকারি অর্থে জনগণের উন্নয়ন নয়, নিজেদের লাভের রাস্তা বানাচ্ছে।”
এলাকাবাসীর দাবি, প্রকল্পটি যেন সরকারি নিয়মনীতি অনুযায়ী পূর্ণাঙ্গ ও মানসম্মতভাবে বাস্তবায়ন হয়। জনগণের করের টাকায় নির্মিত এসব উন্নয়ন প্রকল্পে যদি ঠিকাদারদের ইচ্ছামতো দুর্নীতি চলতে থাকে, তাহলে সাধারণ মানুষের ক্ষতির শেষ থাকবে না।