সুতা বোঝাই করিমণের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, এলাকাজুড়ে শোক

- প্রকাশের সময়: ০৭:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৫৭ জন পড়েছে
পাবনার আতাইকুলা থানার মাধপুর এলাকায় শ্যালোইঞ্জিনচালিত মালবাহী যানবাহন ‘করিমণ’-এর চাপায় নুসরাত জাহান (১৪) নামের এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। নিহত নুসরাত আতাইকুলা কলেজিয়েট হাইস্কুল এন্ড কিন্ডার গার্ডেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মাধপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা-মাধপুর এলাকার আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুসরাত জাহান সকালে প্রাইভেট পড়ার জন্য তার স্কুলে যাচ্ছিল। সড়ক পার হওয়ার সময় আতাইকুলা বাজার থেকে ছেড়ে আসা সুতা বোঝাই একটি করিমণ বেপরোয়া গতিতে তাকে চাপা দেয়। করিমণটির সামনের চাকা নুসরাতের মাথার ওপর উঠে গেলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনার পরপরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরে আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান আরও বলেন, “মামলা রুজু হয়েছে। ঘটনার পর চালক পালিয়েছে। গাড়িটি জব্দের জন্য অভিযান চলছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে নুসরাতের অকাল মৃত্যুতে পুরো মাধপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা শোক প্রকাশ করে বলেন, নুসরাত খুব মেধাবী ও ভদ্র মেয়ে ছিল। প্রতিদিনের মতোই সে প্রাইভেট পড়তে যাচ্ছিল, কে জানত আর ফিরবে না।
স্থানীয়দের অভিযোগ, এই সড়কে করিমণ, ট্রাক, পিকআপসহ নানা ধরনের যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। সঠিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত গতিরোধক (স্পিডব্রেকার), ট্রাফিক মনিটরিং এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা রোধে মহাসড়ক এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।