ময়মনসিংহে ডিএনসি অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী রুহুল গ্রেফতার

- প্রকাশের সময়: ১০:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৯৬ জন পড়েছে
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে রোববার (২৯ জুন) দুপুরে নগরীর ১৯ নং ওয়ার্ডের বলাশপুর আবাসন প্রকল্প নদীর পাড় এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল (পিতা: আব্দুল হাই বাবুর্চি) কে গ্রেফতার করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, রুহুল ও তার স্ত্রী পলি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তাদের মাদক বাণিজ্য নিয়ে একাধিকবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। স্থানীয়রা জানান, রুহুলের রয়েছে একটি সন্ত্রাসী ও মাস্তান বাহিনী, যার কারণে এলাকাবাসী চাইলেও প্রকাশ্যে কোনো প্রতিবাদ করার সাহস পান না।
পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, রুহুলকে আগেও কয়েকবার গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা চালিয়ে গেছে। তার স্ত্রী পলিও মাদক ব্যবসায় জড়িত। অভিযোগ রয়েছে, পলি নিজের পরিচয় ‘একটি এনজিওতে চাকরি করেন’ বলে চালিয়ে দিলেও মূলত স্বামীর ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
এলাকাবাসীর অভিযোগ, রুহুল ও পলির মাদক ব্যবসা নিয়ে কেউ সংবাদপত্রে রিপোর্ট করলে বা ফেসবুকে পুলিশের হস্তক্ষেপ চাইলে পলি সাংবাদিকদের বিরুদ্ধে হুমকিসহ আপত্তিকর ভাষায় কথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।