ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিকারপুরে জাতীয় গার্ড অব অনারে বীর মুক্তিযোদ্ধার অন্তিম বিদায়

নুরল ইসলাম আসাদ (জ্যেষ্ঠো প্রতিবেদক)
  • প্রকাশের সময়: ০৬:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৯৮ জন পড়েছে

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোসলেম খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক কর্মচারী আলহাজ্ব মোঃ মোসলেম খান (মোসলেম আলী খান)-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকায় তার পুত্রদের বাসায় ৩০ জুলাই সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয় ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায়, শিকারপুর খানবাড়ি বায়তুল আমান সামাজিক জামে মসজিদ প্রাঙ্গণে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় শতশত মানুষ, আত্মীয়স্বজন, এবং সহযোদ্ধা মুক্তিযোদ্ধাবৃন্দ। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার তত্ত্বাবধানে এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ মরহুমকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন।

পরে জানাজা শেষে মরহুম মোসলেম খানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর কফিনকে জাতীয় পতাকায় মোড়ানো হয় এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে কয়েকজন মুক্তিযোদ্ধা কফিন বহনে অংশ নেন। পুরো এলাকাজুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ।

এ সময় উপস্থিত ছিলেন-উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, আব্দুল মান্নান হাওলাদার, আক্রাম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনিসুর রহমান, ইউপি সদস্য মোঃ হানিফ হাং, সমাজসেবক শাহে আলম খান মিন্টু, আবুল কালাম হাং, নজরুল ইসলাম খান, উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ শত শত জনতা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুদ্ধকালীন বেইজ কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল ওয়াদুদ সরদার এবং উজিরপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিকারপুরে জাতীয় গার্ড অব অনারে বীর মুক্তিযোদ্ধার অন্তিম বিদায়

প্রকাশের সময়: ০৬:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক কর্মচারী আলহাজ্ব মোঃ মোসলেম খান (মোসলেম আলী খান)-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকায় তার পুত্রদের বাসায় ৩০ জুলাই সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয় ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায়, শিকারপুর খানবাড়ি বায়তুল আমান সামাজিক জামে মসজিদ প্রাঙ্গণে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় শতশত মানুষ, আত্মীয়স্বজন, এবং সহযোদ্ধা মুক্তিযোদ্ধাবৃন্দ। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার তত্ত্বাবধানে এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ মরহুমকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন।

পরে জানাজা শেষে মরহুম মোসলেম খানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর কফিনকে জাতীয় পতাকায় মোড়ানো হয় এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে কয়েকজন মুক্তিযোদ্ধা কফিন বহনে অংশ নেন। পুরো এলাকাজুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ।

এ সময় উপস্থিত ছিলেন-উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, আব্দুল মান্নান হাওলাদার, আক্রাম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনিসুর রহমান, ইউপি সদস্য মোঃ হানিফ হাং, সমাজসেবক শাহে আলম খান মিন্টু, আবুল কালাম হাং, নজরুল ইসলাম খান, উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ শত শত জনতা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুদ্ধকালীন বেইজ কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল ওয়াদুদ সরদার এবং উজিরপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।