উজিরপুরের সাতলায় মাছ লুটের পরিকল্পনার ভিডিও ফাঁস, এলাকায় চরম উত্তেজনা

- প্রকাশের সময়: ০৩:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৬৪ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলার উত্তর সাতলার মুড়িবাড়ি এলাকায় অবস্থিত ‘সততা মৎস্য ঘের’ ঘিরে চাঞ্চল্যকর মাছ লুটের পরিকল্পনার ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধ শিরাজ হোসেন স্বীকার করছেন—আতিয়ার রহমান, নুহু মিয়া, আইয়ুব আলী, নজরুল ও ওহাব আলী তাকে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরতে বলেন। স্থানীয়দের মোবাইলে ছড়িয়ে পড়া এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে সততা মৎস্য ঘেরের সভাপতি ও সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, “এর আগেও নুহু মিয়া ও আইয়ুব আলীর নেতৃত্বে মাছ ঘেরে হামলা, মাছ চুরি, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও আমার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। মামলা করায় তারা আরও ক্ষিপ্ত হয়ে ঘেরে পুনরায় হামলা ও মাছ লুটের চেষ্টা চালাচ্ছে।”
প্রসঙ্গত, ১৯ জুন উত্তর সাতলায় ঘটে যাওয়া হামলা, লুটপাট ও বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কাঞ্চন মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ মিজান মিয়াসহ আরও অন্তত ১৪ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারি চালিয়ে আসছে এবং ঘের দখলের লক্ষ্যে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মাছ ঘেরটি আওয়ামী লীগের দখল থেকে মুক্ত করে প্রকৃত জমির মালিকদের নিয়ে বিএনপি নেতা মিন্টু মিয়া ‘সততা মৎস্য ঘের’ নামে একটি সমবায় গড়ে তুলেন, যেখানে ২৬ শত মন বিভিন্ন জাতের পোনা মাছ চাষ করা হয়। নিয়মিত খাবার ও পরিচর্যার মাধ্যমে ঘেরটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু পুনর্দখলের উদ্দেশ্যে গত ১১ জুন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
সততা মৎস্য ঘেরের মালিক ও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে পুনরায় মাছ লুটের প্রস্তুতি চলছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।