কুড়িগ্রামে মাদকবিরোধী ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

- প্রকাশের সময়: ০৭:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৩১ জন পড়েছে
কুড়িগ্রাম জেলা জুড়ে সম্প্রতি মাদকের বিস্তার দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ‘মাদককে না বলুন’ শিরোনামে মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয়ে এই কমিটি হবে আঞ্চলিক স্তরে সচেতনতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার।
শনিবার (২৮ জুন) কুড়িগ্রাম শহরের নাজিরা নতুন শহরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাদকের কুফল ও এর বিরুদ্ধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও সমাজসেবক, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু। তিনি বলেন, “মাদক শুধু ব্যক্তির জীবন ধ্বংস করে না, তা সমাজকেও অন্ধকারে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।”
সভায় সাংবাদিক ইউনুছ আলী, অধ্যক্ষ শাহ আলম, সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক, সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন। তারা বলেন, মাদক নিরাময়ের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, যাতে যুব সমাজের বিকাশ অবরুদ্ধ না হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবুকে আহ্বায়ক, সাংবাদিক মোঃ ইউনুস আলী, এস এম আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মোস্তফা, দেওয়ান এনামুল হক, শাহ আলম, বাসেত সরকার বিপ্লবকে যুগ্ম আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক আতিকুর রহমান সুজনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি নানা জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করবে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী দিনে কমিটির কার্যক্রমকে আরও শক্তিশালী ও ব্যাপক করতে প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে এবং জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
মাদকমুক্ত কুড়িগ্রামের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।