নিউইয়র্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ২৭তম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

- প্রকাশের সময়: ১১:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৫৭ জন পড়েছে
গত রবিবার, ৬ জুলাই ২০২৫, নিউইয়র্কের লং আইল্যান্ডে প্রাকৃতিক সবুজে ঘেরা মনোরম বেলমন্ড স্টেট পার্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএর ২৭তম বার্ষিক চড়ুইভাতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শতাধিক রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি তারক চন্দ্র পণ্ডিত। নিউইয়র্ক সহ ট্রাই-স্টেট এলাকার তিন শতাধিক প্রবাসী ও অভিবাসী কিশোরগঞ্জবাসী এই আয়োজনে অংশগ্রহণ করেন।
শহীদুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বারোটি ক্রীড়া ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশ নেন। ক্রীড়া পরিচালনায় সহযোগিতা করেন এনামুল হক, তানভীর রায়হান মিঠু, জাহাঙ্গীর জামিল দিপু, ফয়সাল কবীর, ইবনে হিয়াম, শামীম হোসাইন, মোস্তফা বিন আব্দুল্লাহ, আশরাফুল আলম হিমেল, আবদুল করীম জুয়েল, রাজন দাস ও হাবিবুর রহমান জুয়েল।
চড়ুইভাতির খাবার পরিবেশনায় নিয়োজিত ছিলেন অধ্যক্ষ মোক্তার হোসেন, হাবিব রহমান হারুন, শহীদুল হাসান, জাহাঙ্গীর জামিল দিপু, শামীম হোসাইন, এনামুল হক, আনোয়ার উদ্দিন খান, মুহিবুর রশিদ সুজন ও ফয়সাল খান।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করে মুগ্ধ করেন এনামুল হক, আবদুর রাজ্জাক ও হাবিব রহমান হারুন।
দশটি আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের আয়োজন ছিল, যার মধ্যে দুইটি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। র্যাফেল টিকিট বিক্রিতে ছিলেন ইভা আনোয়ার, ডলি রাজ্জাক, তানিয়া নাজির, রিপা জাহাঙ্গীর, তঠিনী রায়হান, শিরীন কামাল ও অধ্যাপক রোকেয়া মোক্তার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান কামাল। পুরস্কার বিতরণ করেন ট্রাস্টি বোর্ড সদস্য ফার্মাসিস্ট আবদুল আওয়াল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার ফজলুল হক, সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য হাবিব রহমান হারুন, জাইদুল কবীর খান, সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, শহীদুল হাসান, উপদেষ্টা অধ্যক্ষ মোক্তার হোসেন, নাজিম আহমেদ, আনোয়ার উদ্দিন খান, ইমরুল হাসান ফেরদৌস, রোকন উদ্দিন, এনামুল হক ও সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন।
চড়ুইভাতি ২০২৫-এর আহ্বায়ক ছিলেন তানভীর রায়হান মিঠু এবং সদস্য সচিব ফয়সাল খান। এছাড়াও প্রচার সম্পাদক রাজন দাস, হক এন্ড সন্সের স্বত্বাধিকারী একেএম ফজলুল হক, মেডিহাবের স্বত্বাধিকারী তানিয়া ঝুমি, কালাম বাজার সুপার মার্কেটের কালাম এবং হক মেডিকেলের ডা. সায়েরা হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল প্রবাসী কিশোরগঞ্জবাসীদের মিলনমেলা, যেখানে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে কমিউনিটির বন্ধন আরও দৃঢ় হয়।