বরগুনায় ময়লার ভাগাড়ে কান্না করছিল নবজাতক

- প্রকাশের সময়: ০৩:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১১২ জন পড়েছে
বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দাখিল মাদরাসার সড়কের পাশের ময়লার ভাগাড়ে কান্নারত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা মামুন। তিনি জানান, ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে রাস্তার পাশে আবর্জনার স্তূপ থেকে শিশুর কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে যান। এরপর নবজাতকটিকে উদ্ধার করে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মাহদী জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং সৌদি প্রবাসী হাসপাতালেই চিকিৎসাধীন। শিশুটির হাত-পা কিছুটা ঠান্ডা ছিল, তাই হিটারের মাধ্যমে গরম রাখার ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব জানান, নবজাতকটিকে মাদরাসার সামনে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ রয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হলে উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।