ব্রেকিং নিউজ
ফের মাগুরায় সড়ক দুর্ঘটনা; বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময়: ০২:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৭৪ জন পড়েছে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো. নওশের আলী খান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা সদরের মাগুরা-যশোর সড়কে কাটাখালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওশের আলীর বাড়ি পৌর এলাকার সিতারামপুর গ্রামে।
নিহতের ছেলে শাকিল আহমেদ বলেন, বাবা ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বাইসাইকেলে কাটাখালি বাজারে দোকান খুলতে যাচ্ছিলেন। পথে বাজারের কাছে অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, কোন গাড়ি নওশের আলীকে চাপা দিয়েছে কেউ দেখেনি। মরদেহ হাসপাতালে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।