আমতলীর UNO’র বদলী আদেশ প্রত্যাহারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ৪৮ ঘন্টার আল্টিমেটাম

- প্রকাশের সময়: ০৫:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৮১ জন পড়েছে
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। আদেশ প্রত্যাহার না হলে উপজেলা শাটডাউন ও মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এতে দুই শতাধিক ছাত্র-জনতা অংশ নেন।
জানা গেছে, ২০২২ সালের ১১ ডিসেম্বর মুহাম্মদ আশরাফুল আলম আমতলী উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি স্থানীয় জনগণের হৃদয়ে জায়গা করে নেন। তবে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা ইউএনওকে অনৈতিক কাজে চাপ প্রয়োগ করেন। তিনি তাদের কথা না মানায় তারা ইউএনওকে বদলির জন্য তৎপর হয়ে ওঠেন।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে ভুল বুঝিয়ে ইউএনও আশরাফুল আলমকে বদলি করাতে সক্ষম হন ওই নেতারা। গত ১৮ ডিসেম্বর উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে কুমিল্লায় বদলি করা হয়। এ খবরে আমতলীর সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন শুরু করে।
বুধবারের মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মৈতি, আবিদ, নাবিল, রেদওয়ান ও নির্জনা। বক্তারা বলেন, ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম একজন সৎ ও আদর্শবান কর্মকর্তা। তার বদলির পেছনে আওয়ামী লীগের একটি দুষ্টচক্র সক্রিয় রয়েছে, যারা প্রশাসনের ওপর নগ্ন হস্তক্ষেপ করতে চায়। তারা দ্রুত ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহার করা না হলে উপজেলায় শাটডাউন ও মহাসড়ক অবরোধ করা হবে।