গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৮ জন হাসপাতালে

- প্রকাশের সময়: ০৭:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৫৭ জন পড়েছে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পার সোনাই ডাঙ্গা গ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী ওই এলাকার সরকারি চাকরিজীবীদের বসতবাড়ি ও আবাদি জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। আদালতে এমআর মামলা নং ৩২৫/২৫ অনুযায়ী ১৪৪ ধারা জারি করে অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে চারটি দলে বিভক্ত হয়ে অতর্কিতে সন্ত্রাসী হামলা চালায়।
এই হামলায় অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩০), মেহেদী হাসান (১৫), মোঃ আব্দুল আজিজ সরকার (৬৫), মঞ্জুয়ারা বেগম (৬৫), আব্দুল মজিদ সরকার (৬০), সুজন মিয়া (২৭), আব্দুস সামাদ সরকার (৫৫) এবং সাদিয়া আফরিন (১৫)। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
এ ঘটনায় জমির মালিকরা গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং যাতে আর কোনো সহিংসতা না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।