গোবিন্দগঞ্জে সেনা অভিযানে ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

- প্রকাশের সময়: ০৩:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩৬ জন পড়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারে অনুমোদনহীন সার বিক্রি, অবৈধ মজুদ এবং ক্রয় রশিদ না রাখার অভিযোগে সেনা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬,৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়েছে। অভিযানে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টা থেকে টানা বুধবার রাত ২টা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাপ্টেন মোঃ ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমানসহ সেনা সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় গোবিন্দগঞ্জ বাজারের মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, জেনিন ট্রেডার্স, রূপালী সার ঘর এবং প্রধান কৃষি সম্ভার– এই সাতটি দোকানে অভিযান চালানো হয়।
স্থানীয় কৃষকরা জানান, অভিযুক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন সার অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। এছাড়া বীজে ভেজাল মিশিয়ে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছিলেন। অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ মেলে।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি উৎপাদনকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনীর সহায়তায় বাজারে ভেজাল ও অনুমোদনহীন কৃষি উপকরণের ব্যবসা রোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।