উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

- প্রকাশের সময়: ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৫৬ জন পড়েছে
উজিরপুর উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনা ঘটে।
১লা জুন রোজ রবিবার সকাল বেলা উপজেলার ৬নং বড়াকোঠা ইউনিয়ন পরিষদের সাবেক সচিব ও বর্তমান ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যায় বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলনের উজিরপুর শাখার ছাত্র ও কর্মীরা। সেখানে ইউনিয়নের কিছু দুর্বৃত্ত-সন্ত্রাসীরা বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের উজিরপুর শাখার ছাত্র ও কর্মীদের উপর অতর্কিত হামলা করে।
ঘটনাটি ঘটে উপজেলার ৬নং বড়াকোঠা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ঘটনায় উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র ও কর্মীরা আহত হয়।
এরই প্রতিবাদে ২রা জুন রোজ সোমবার বাদ আছর এক বিক্ষোভ মিছিল ও পরবর্তিতে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আরাফাতের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলটি সম্পন্ন হয় এবং বক্তব্য রাখেন প্রধান অতিথি মুহাম্মদ ফাইজুল করিম, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমীন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উজিরপুর।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবির উজিরপুর উপজেলা শাখার সম্পাদক, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শাওনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আরো অনেকে।