বোচাগঞ্জে রহস্যজনক মৃত্যু: পুকুরে মিলল যুবকের মরদেহ, মোটরসাইকেল নিখোঁজ

- প্রকাশের সময়: ০৯:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৫৬ জন পড়েছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (২৫ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পুকুর থেকে সাধন চন্দ্র রায় (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৬টা ২০ মিনিটের দিকে পুকুরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা প্রথমে ইউনিয়ন পরিষদ সদস্য ও গ্রাম পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, সাধন চন্দ্র রায় গত সোমবার (২৩ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ধারণা করছিলেন, তিনি হয়তো মামার বাড়িতে গেছেন। কিন্তু বুধবার সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার পর সবাই হতবাক হয়ে যান।
মরদেহে একাধিক কাটা দাগ থাকায় প্রথমে পরিচয় নিশ্চিত করা না গেলেও পরবর্তীতে পরিহিত পোশাক ও শরীরের চিহ্ন দেখে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
পরিবারের দাবি, সাধনের সঙ্গে থাকা ডিসকভার মডেলের একটি মোটরসাইকেল এখনও নিখোঁজ রয়েছে। তাঁরা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। থানায় লিখিত অভিযোগ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তারা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই পুকুরপাড়ে থাকা একটি পরিত্যক্ত ঘর রাতে মাদক সেবন ও জুয়ার আসর বসার কেন্দ্র হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, এই ঘর এবং সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের দিকেই তদন্ত জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান বলেন, “প্রথমে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করতে পারেনি। পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সহযোগিতায় মরদেহটি শনাক্ত করি। এটি সাধন চন্দ্র রায়ের মরদেহ—এটি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।