ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভিক্টরি প্লাস কোচিংয়ের ১৫ বছরের সাফল্য উদযাপন, সংবর্ধনা পেল ১১৭ শিক্ষার্থী

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময়: ০৩:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৫৬ জন পড়েছে

বীরগঞ্জে এইচএসসি ২০২৪-২৫ পরীক্ষার্থীদের বিদায়ী ও কৃতি শিক্ষার্থীরা

দিনাজপুরের বীরগঞ্জ শালবন মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এ আয়োজনটি করেছে ভিক্টরি প্লাস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. শাহ আলম। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল মতিন, প্রভাষক মো. নজরুল ইসলাম খান এবং হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন—জগদল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. সামিউল ইসলাম, ভিক্টরি প্লাস কোচিংয়ের পরিচালক মো. সোহেল রানা, শিক্ষক মো. এনামুল হক এনাম, প্রাণ কৃষ্ণ রায়, কুশিলব শীল এবং মো. রাকিবুল ইসলাম মিন্টু।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভিক্টরি প্লাস কোচিং থেকে মোট ১১৭ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং কলেজে সুযোগ পেয়েছে। এ উপলক্ষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদায়ী ২২০ জন পরীক্ষার্থীকেও উপহারসামগ্রী দেওয়া হয়।

ভিক্টরি প্লাস কোচিংয়ের পরিচালক সোহেল রানা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অনুপ্রেরণা দেন। তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে ভিক্টরি প্লাস বীরগঞ্জের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে ভিক্টরি প্লাস কোচিংয়ের শিক্ষক, অভিভাবক এবং প্রায় ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিলনায়তন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভিক্টরি প্লাস কোচিংয়ের ১৫ বছরের সাফল্য উদযাপন, সংবর্ধনা পেল ১১৭ শিক্ষার্থী

প্রকাশের সময়: ০৩:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ শালবন মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এ আয়োজনটি করেছে ভিক্টরি প্লাস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. শাহ আলম। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল মতিন, প্রভাষক মো. নজরুল ইসলাম খান এবং হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন—জগদল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. সামিউল ইসলাম, ভিক্টরি প্লাস কোচিংয়ের পরিচালক মো. সোহেল রানা, শিক্ষক মো. এনামুল হক এনাম, প্রাণ কৃষ্ণ রায়, কুশিলব শীল এবং মো. রাকিবুল ইসলাম মিন্টু।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভিক্টরি প্লাস কোচিং থেকে মোট ১১৭ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং কলেজে সুযোগ পেয়েছে। এ উপলক্ষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদায়ী ২২০ জন পরীক্ষার্থীকেও উপহারসামগ্রী দেওয়া হয়।

ভিক্টরি প্লাস কোচিংয়ের পরিচালক সোহেল রানা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অনুপ্রেরণা দেন। তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে ভিক্টরি প্লাস বীরগঞ্জের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে ভিক্টরি প্লাস কোচিংয়ের শিক্ষক, অভিভাবক এবং প্রায় ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিলনায়তন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।