বীরগঞ্জে শ্রেষ্ঠ ৩২ শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দিলেন শিক্ষা কর্মকর্তারা

- প্রকাশের সময়: ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৬৮ জন পড়েছে
দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি ও এইচএসসি সমমান ২০২২–২৩ সালের পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন), ঢাকা শিক্ষা ভবনের মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP), ঢাকা–এর যুগ্ম প্রোগ্রাম পরিচালক মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারা পারভীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খলসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সজীব চক্রবর্তী, এবং দিনাজপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মো. ফরহাদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থী জামিলা সিদ্দীকা বর্ষাও।
পুরো আয়োজনটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
আলোচনা সভা শেষে ২০২২-২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীর হাতে আর্থিক অনুদান, সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন অনেকেই। পাশাপাশি, ভবিষ্যতেও এধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়নে ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন অতিথিরা।