তামাকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে প্রশিক্ষণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময়: ০৭:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৫৩ জন পড়েছে
তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সমন্বয় সভা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। এছাড়াও কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে সভায় অংশগ্রহণ করেন।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব, এবং তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী মাঠ পর্যায়ে কীভাবে এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারসহ জনসমাগমস্থলে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে ব্যাপক গণসচেতনতা গড়ে তোলা জরুরি। একইসঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীদের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও জানানো হয়, বীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নজরদারি বাড়ানো হবে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সভার মধ্য দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলার টাস্কফোর্স কমিটির সদস্যরা নতুন উদ্যমে এবং সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।