ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী ট্রাক উল্টে বেদে সম্প্রদায়ের নিহত ২, আহত ৫

- প্রকাশের সময়: ০৬:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৪৭ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গেলে দুইজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) বিকেল ৩টা ১০ মিনিটে।
প্রাথমিক তথ্য অনুসারে, চুয়াডাঙ্গা-ড-১১-০০৬৪ নম্বরের ওই ট্রাকটি মুন্সীগঞ্জ জেলা থেকে পিরোজপুরগামী ছিল। ট্রাকে যাত্রী ছিলেন বেদে সম্প্রদায়ের সদস্যরা। পথে বিপরীতমুখী একটি অজ্ঞাত যানবাহনকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা ট্রাকে থাকা তুফানী (৩৫) ও রাজিয়া নামে দুই যাত্রীর মৃত্যু নিশ্চিত করেন। নিহত তুফানী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের, আর রাজিয়া শরীয়তপুরের পালং থানার চরদংশা এলাকার বাসিন্দা ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮) — যাদের পিতা আনারুল। এছাড়া শারমিন (৩০) ও রাহিম (৪৫) চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার ঠিকানা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খরিয়া।
আহতদের মধ্যে শিশু ও নারীদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
দুর্ঘটনার পর উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।