ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

নুরল ইসলাম আসাদ (জ্যেষ্ঠো প্রতিবেদক)
  • প্রকাশের সময়: ০৪:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১১৮ জন পড়েছে

উজিরপুরে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা। তিনি বলেন, “নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই সেলাই মেশিনগুলো যেন কাজে লাগিয়ে তারা নিজের পরিবারকে সহযোগিতা করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন রাড়ী। এসময় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি ডি.এম আল আমিন এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমি, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সম্পাদক মোঃ কাওছার হোসেন, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করে। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুরে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশের সময়: ০৪:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা। তিনি বলেন, “নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই সেলাই মেশিনগুলো যেন কাজে লাগিয়ে তারা নিজের পরিবারকে সহযোগিতা করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন রাড়ী। এসময় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি ডি.এম আল আমিন এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমি, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সম্পাদক মোঃ কাওছার হোসেন, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করে। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান বক্তারা।