নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান

- প্রকাশের সময়: ১০:১৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৫১ জন পড়েছে
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গত ২৫ জুলাই ২০২৫, শুক্রবার ‘July Beyond Borders’ শিরোনামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান গণতন্ত্র ও ন্যায্য অধিকারের এক অবিস্মরণীয় অধ্যায়। শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান ঘটে, তাতে দেশের ছাত্র সমাজ ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল নজিরবিহীন। আন্দোলনের শেষ মুহূর্তে সরকারি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৪০০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হন, এবং শত শত মানুষ গুরুতর আহত হন।
বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলন ও গণহত্যা বিষয়ক পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। তাছাড়া আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থিতদের মাঝে গভীর আবেগ সৃষ্টি করে। প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের প্রতিটি ধাপ, শহীদের মুখচ্ছবি, মিছিল-মিটিংয়ের দৃশ্যসহ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়।
এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশের আন্দোলনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন, তাদের অনেকেই উপস্থিত ছিলেন। তারা এই গৌরবময় সময়ের স্থিরচিত্র ও ভিডিও দেখে স্মৃতিকাতর হয়ে পড়েন। উপস্থিত বক্তারা এই গণজাগরণকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ বলে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশি কমিউনিটির সদস্য, পেশাজীবী, লেখক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী। বক্তারা বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলন একটি গণমানবিক জয়। এ বিজয়ের কথা জাতিকে স্মরণ করিয়ে দিতে হবে বারবার।”
দূতাবাস সূত্রে জানা গেছে, এ ধরণের আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে পালনের পরিকল্পনা রয়েছে, যাতে করে দেশের গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতি বিশ্ব দরবারে তুলে ধরা যায়।