গ্রেফতার নেই প্রধান আসামির, ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দক্ষিণ মোড়াকাঠিতে

- প্রকাশের সময়: ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৫৭ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠি গ্রামে চাঁদাবাজির মামলার প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার না করায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আমেরিকা প্রবাসী মোঃ কবির হাসান মৃধার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, প্রতিদিনই অস্ত্রের মহড়া দিয়ে আসামিরা ত্রাসের রাজত্ব কায়েম করছে, কিন্তু প্রশাসন রয়েছে নিরব ভূমিকায়।
ঘটনার সূত্রপাত ১৭ জুলাই, যখন বিএনপির প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমেরিকা প্রবাসী মোঃ কবির হাসান মৃধার বাড়িতে একাধিকবার হামলা চালায় একদল চাঁদাবাজ সন্ত্রাসী। তারা সিসি ক্যামেরা ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটসহ দুটি মোটরসাইকেল নিয়ে যায়। হামলায় নেতৃত্ব দেয় সুজন হাওলাদার, সবুজ বয়াতী, জালাল হাওলাদার, সজল ও রাসেল বয়াতীসহ অন্তত ১৭ জনের একটি সংঘবদ্ধ দল। তাদের সঙ্গে ছিল দেশীয় অস্ত্রে সজ্জিত আরও ১৫-২০ জন অজ্ঞাত হামলাকারী।
এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বরিশাল আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। কিছু আসামিকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে আবারও হুমকি, ভয়ভীতি ও অস্ত্রের প্রদর্শন শুরু করেছে। এতে শুধু ভুক্তভোগী পরিবার নয়, পুরো এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মামলার প্রধান আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুনরায় বড় ধরনের সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে।