নিউইয়র্ক মেয়র প্রাইমারি আজ, জরিপে শীর্ষে কোমো

- প্রকাশের সময়: ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৯ জন পড়েছে
আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের প্রাইমারি। সবগুলো সাম্প্রতিক জনমত জরিপেই এগিয়ে আছেন সাবেক গভর্নর ও সাবেক হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যান্ড্রু কোমো। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শীর্ষ তিন প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এ্যান্ড্রু কোমো, জোহরান মামদানি ও ব্র্যাড ল্যান্ডার।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন কোমো প্রার্থিতা ঘোষণার পর থেকেই প্রতিটি জরিপে এগিয়ে রয়েছেন। তার জনপ্রিয়তা এখনও দৃঢ়। ১৯৫৭ সালে নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণকারী এ্যান্ড্রু কোমো ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি ও অলবেনি ল স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করে রাজনীতিতে প্রবেশ করেন তার পিতা, প্রাক্তন গভর্নর মারিও কোমোর নির্বাচনী প্রচারণার মাধ্যমে।
কোমো প্রথমে নিউইয়র্ক সিটির হোমলেস কমিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নিয়োজিত হন। ২০১০ সালে তিনি প্রথমবারের মতো গভর্নর নির্বাচিত হন এবং টানা তিনবার দায়িত্ব পালন করেন। অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং নেতৃত্বগুণের জন্য তিনি প্রশংসিত হন।
তবে কোভিড মহামারিকালে নার্সিং হোমে মৃত্যুর তথ্য গোপন রাখার অভিযোগ এবং একাধিক বিতর্কিত ইস্যুর কারণে ২০২1 সালে তিনি গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। তারপরও মহামারির সময় প্রতিদিন সকালে জাতিকে উজ্জীবিত রাখতে তার এক ঘণ্টার প্রেস ব্রিফিং ছিলো অনন্য উদাহরণ, যা সিএনএন সহ জাতীয় গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করত।
সোমবার, ২৩ জুন, ভোটের ঠিক ১২ ঘণ্টা আগে বিকাল সাড়ে চারটায় ম্যানহাটানের ৩৯৫ হিউস্টন স্ট্রিটের নিউইয়র্ক সিটির প্রধান লেবার ইউনিয়ন অফিসে আয়োজিত সমাবেশে কোমো অংশ নেন। সেখানে প্রায় পাঁচ শতাধিক লেবার নেতাকর্মীর উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস, কোমোর দুই কন্যা, লেবার ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ, সিটি ও স্টেটের প্রতিনিধি, বিভিন্ন কমিউনিটি নেতা এবং বাংলাদেশি কমিউনিটির পক্ষে সিনিয়র সাংবাদিক, বাপসনিউজ সম্পাদক ও আইবিএননিউজ২৪.কমের প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন।
কোমো, হাকিকুল ইসলাম খোকনের সঙ্গে করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাপসনিউজ ও আইবিএননিউজ২৪.কম-কে কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে অংশগ্রহণ ও সমর্থনের জন্য।
জরিপ বিশ্লেষকদের মতে, এ্যান্ড্রু কোমোর জনপ্রিয়তা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে আজকের প্রাইমারিতে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করতে পারে। নিউইয়র্ক সিটির ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে অনেকেই তাকিয়ে আছেন তার দিকেই।