পুকুরপাড়ে নির্মম হত্যাকাণ্ড: বোচাগঞ্জ থেকে গ্রেফতার মনোদ্বীপ রায়

- প্রকাশের সময়: ০৬:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৭৫ জন পড়েছে
দিনাজপুরের বোচাগঞ্জে ওষুধ ব্যবসায়ী সাধক চন্দ্র রায়ের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মনোদ্বীপ রায়কে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাতে ঠাকুরগাঁও থেকে মনোদ্বীপ রায় (২০) কে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে। শনিবার (২৮ জুন) সকালে বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রায় এক মাস আগে মনোদ্বীপ রায় নিহত সাধক চন্দ্র রায়ের কাছ থেকে ১১ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত দিতে দেরি হওয়ায় দুই পরিবারের মধ্যে ঝগড়া বেধে যায়। বিশেষ করে সাধকের মা ও মনোদ্বীপের মায়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মায়ের কাছ থেকে গালাগালি শুনে মনোদ্বীপ ক্ষিপ্ত হয়ে ওঠে।
এরই জেরে গত সোমবার রাতে মনোদ্বীপ রায় সাধককে গ্রামের পাশের এক পুকুরপাড়ে ডেকে নেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই সাধক চন্দ্র রায় মারা যান। পরে মরদেহটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় মনোদ্বীপ।
হত্যার পর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোদ্বীপ রায় হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানা, অতিরিক্ত পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার।