ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা

নুরল ইসলাম আসাদ (জ্যেষ্ঠো প্রতিবেদক)
  • প্রকাশের সময়: ০২:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১০৮ জন পড়েছে

উজিরপুরে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা

বরিশালের উজিরপুরে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার ঘোষিত ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ ও খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ ও চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উজিরপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এবার ৯০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। হাইব্রিড মরিচ চাষে সহায়তা হিসেবে ১০০ জন কৃষককে দেওয়া হয়েছে ১০ গ্রাম মরিচ বীজ, ৫ গ্রাম ডিএপি এবং ৫ গ্রাম এমওপি সার। এছাড়া ৮০ জন কৃষক পেয়েছেন জনপ্রতি ৫টি লেবু চারা এবং ১০ কেজি জৈব সার। নারিকেল চারা বিতরণ করা হয়েছে ৫০০ কৃষককে (প্রতিজন ৫টি করে) এবং ৪০টি প্রতিষ্ঠানে (প্রতিষ্ঠানপ্রতি ১০টি করে)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাঈনুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা যুবদল সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা, শ্রমিকদল নেতা মোঃ হাইউম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা পাওয়া কৃষকেরা জানান, একসাথে এতগুলো উপকরণ ও ফলদ চারা পেয়ে তারা উৎসাহিত হয়েছেন। কেউ কেউ বলেছেন, আগে শুধু ধান চাষ করলেও এবার লেবু ও নারিকেল গাছ লাগানোর পরিকল্পনা করছেন। এতে ভবিষ্যতে পরিবারের জন্য অতিরিক্ত আয়ের পথ খুলবে বলে মনে করছেন তারা। কৃষকদের দাবি, এমন উদ্যোগ চলমান থাকলে প্রান্তিক জনগোষ্ঠী আরও বেশি স্বাবলম্বী হবে।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুরে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা

প্রকাশের সময়: ০২:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বরিশালের উজিরপুরে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার ঘোষিত ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ ও খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ ও চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উজিরপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এবার ৯০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। হাইব্রিড মরিচ চাষে সহায়তা হিসেবে ১০০ জন কৃষককে দেওয়া হয়েছে ১০ গ্রাম মরিচ বীজ, ৫ গ্রাম ডিএপি এবং ৫ গ্রাম এমওপি সার। এছাড়া ৮০ জন কৃষক পেয়েছেন জনপ্রতি ৫টি লেবু চারা এবং ১০ কেজি জৈব সার। নারিকেল চারা বিতরণ করা হয়েছে ৫০০ কৃষককে (প্রতিজন ৫টি করে) এবং ৪০টি প্রতিষ্ঠানে (প্রতিষ্ঠানপ্রতি ১০টি করে)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাঈনুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা যুবদল সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা, শ্রমিকদল নেতা মোঃ হাইউম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা পাওয়া কৃষকেরা জানান, একসাথে এতগুলো উপকরণ ও ফলদ চারা পেয়ে তারা উৎসাহিত হয়েছেন। কেউ কেউ বলেছেন, আগে শুধু ধান চাষ করলেও এবার লেবু ও নারিকেল গাছ লাগানোর পরিকল্পনা করছেন। এতে ভবিষ্যতে পরিবারের জন্য অতিরিক্ত আয়ের পথ খুলবে বলে মনে করছেন তারা। কৃষকদের দাবি, এমন উদ্যোগ চলমান থাকলে প্রান্তিক জনগোষ্ঠী আরও বেশি স্বাবলম্বী হবে।