হারতায় আল-হামীম জেনারেল হাসপাতালের উদ্বোধন: আধুনিক সেবা প্রতিশ্রুতি

- প্রকাশের সময়: ০৮:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৪৪ জন পড়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বন্দরে ‘আল-হামীম জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হারতা উত্তরপাড় বাজারে নির্মিত এই নতুন বেসরকারি হাসপাতালকে ঘিরে এলাকাবাসীর মাঝে যেমন স্বাস্থ্যসেবার একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় এ উদ্ভোদনটি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা। হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরাফাত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর এক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, “এলাকার দীর্ঘদিনের চাহিদা পূরণ করতেই আল-হামীম হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।” বক্তারা আরও জানান, এখানে ইসিজি, প্যাথলজি, অপারেশন, সিজারসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।