ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আকনের দাফন সম্পন্ন

নুরল ইসলাম আসাদ (জ্যেষ্ঠো প্রতিবেদক)
  • প্রকাশের সময়: ০৯:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৬৪ জন পড়েছে

শেষ বিদায়ে গার্ড অব অনারে সম্মানিত হলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান আকন (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গত ১৮ মে (রবিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোকজনিত জটিলতায় তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরদিন ১৯ মে (সোমবার) সকাল ১১টায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড  অফ অনার) প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোঃ আলী সুজার নেতৃত্বে বরিশাল জেলা পুলিশ এবং উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদ ও এসআই মোঃ আলমগীর হোসেনের সমন্বয়ে একদল চৌকস পুলিশ সদস্য মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আক্রাম হোসেন হাওলাদার, মোঃ হারুন অর রশিদ মুন্সী, গাজী গোলাম সরোয়ার, মোঃ হালিম আকন, মোঃ দেলোয়ার ফকির, মোঃ হাবিব বেপারী, মোঃ সালাম মল্লিক প্রমূখ। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আকনকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্রাম হোসেন হাওলাদার উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । তিনি আরও বলেন, মতিউর রহমানের মতো একজন নির্ভীক যোদ্ধার বিদায়ে আমরা এক মহান দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে ভীড় করে মরহুমকে শেষ দেখা, দেখার জন্য।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আকনের দাফন সম্পন্ন

প্রকাশের সময়: ০৯:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান আকন (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গত ১৮ মে (রবিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোকজনিত জটিলতায় তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরদিন ১৯ মে (সোমবার) সকাল ১১টায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড  অফ অনার) প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোঃ আলী সুজার নেতৃত্বে বরিশাল জেলা পুলিশ এবং উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদ ও এসআই মোঃ আলমগীর হোসেনের সমন্বয়ে একদল চৌকস পুলিশ সদস্য মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আক্রাম হোসেন হাওলাদার, মোঃ হারুন অর রশিদ মুন্সী, গাজী গোলাম সরোয়ার, মোঃ হালিম আকন, মোঃ দেলোয়ার ফকির, মোঃ হাবিব বেপারী, মোঃ সালাম মল্লিক প্রমূখ। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আকনকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্রাম হোসেন হাওলাদার উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । তিনি আরও বলেন, মতিউর রহমানের মতো একজন নির্ভীক যোদ্ধার বিদায়ে আমরা এক মহান দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে ভীড় করে মরহুমকে শেষ দেখা, দেখার জন্য।