উজিরপুরে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় হাজরও জনতার মানববন্ধন-বাঁধ চাই, এখনই চাই

- প্রকাশের সময়: ০১:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ৩৬৯ জন পড়েছে
বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের কবল থেকে পাঁচটি ইউনিয়নকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বড়াকোঠা ইউনিয়নের নারিকেলি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন। বক্তারা বলেন, সাকরাল, নারিকেলি ও চাউলাহারসহ নদীসংলগ্ন এলাকাগুলো সন্ধ্যা নদীর ভাঙনের মুখে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ না হলে এসব এলাকা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, যুবদল সদস্য মোঃ আনিচুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান মন্টু, সহ-সভাপতি হাফিজুর রহমান চুন্নু, মোঃ ছরোয়ার হোসেন মৃধা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিক মল্লিক, ছাত্রদল সভাপতি মোঃ আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলী জাকের মল্লিক, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সাজাহান ঢালী, জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা শিবিরের তদারককারী মোঃ রমজান আলী এবং ৭নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ।
বক্তারা আরও বলেন, উজিরপুর-সাতলা সড়কের পাশ দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর ভাঙনে আশপাশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এই ভাঙন অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি, মৎস্য ও মানববসতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার মানুষ তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন।
তারা অবিলম্বে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাঁধ নির্মাণের দাবি জানান। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা জানান, ভাঙন রোধে জনগণের যৌক্তিক দাবির বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে। অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।