এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ ও মানববন্ধন

- প্রকাশের সময়: ০১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২১ জন পড়েছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ মার্চ (রবিবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি এলেঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধকে উৎসাহিত করছে। তাই ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ সময় বক্তব্য দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রনেতা কবির হোসেন, মো. মাহফুজুর রহমান সিয়াম, আইরিন, সোমাইয়া খানম সিমো, বাদন প্রমুখ।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এ ধরনের আন্দোলন সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।