জিনজিরা ছাটগাঁও-এ বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

- প্রকাশের সময়: ১২:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১০৮ জন পড়েছে
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায়, ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুল বাছেদ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গত ৯ মার্চ ২০২৫ সন্ধ্যা ৭:৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ছাটগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় আবু তাহের (৫১) কে। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এছাড়া, ৫০ পিস ইয়াবাসহ মোঃ মহিউদ্দিন (৪২) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের চরকুতুব এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।