ডাবল ধামাকা আলম ফকির’র; উপজেলাসহ জেলা কমিটির সভাপতি নির্বাচিত

- প্রকাশের সময়: ০১:১৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৩১৪ জন পড়েছে
সাম্প্রতিক বরিশাল জেলার উজিরপুর-বানারীপাড়া বে-সরকারি সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলম ফকির।
সবাইকে তাক লাগিয়ে বাংলাদেশ বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন এর বরিশাল জেলা কমিটির ২৫-২৬ দ্বি-বার্ষিক নির্বাচনেও সভাপতি পদ অর্জন করে নেন আলম ফকির। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ এরশাদুল ইসলাম নিজাম। উজিরপুর উপজেলা শাখা বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে উক্ত নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
ইতিপূর্বে বরিশাল জেলার উজিরপুর-বানারীপাড়া বে-সরকারি সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ আলম ফকির এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মোকলেস মোল্লা নির্বাচিত হন। ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজের হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাবু হরিপদ বড়াল, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বাবু শংকর মজুমদার এবং মোঃ হুমায়ুন কবির। ৫১ জন ভোটারের মধ্যে ৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। তৎনির্বাচনে সভাপতি নির্বাচিত হন মোঃ আলম ফকির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ মোকলেস মোল্লা। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহজাহান সেরনিয়াবাত ২২ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাজমুল হাসান নজরুল পান ৮ ভোট।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যম কর্মী এবং নির্বাচনী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং উৎসুক জনতা। নির্বাচনটি খুবই উৎসবমূখর ছিল।
এ ব্যাপারে নবনির্বাচিত কমিটিকে বাংলাদেশ বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন এবং উজিরপুর-বানারীপাড়াবাসী আনন্দচিত্তে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।